ঢাকা: লিওনেল মেসি পিএসজিতে যোগ দিচ্ছেন। কাগজে-কলমে না হলেও সবাই একরকম বিষয়টি নিশ্চিত ধরে নিয়েছেন।
মেসি এখনো প্যারিসে পৌঁছাননি। কিন্তু তার প্রতীক্ষায় বিমানবন্দরে পিএসজি সমর্থকদের ঢল নেমেছে। কাল রাতেই প্যারিসের লো বুর্জে বিমানবন্দরে ভিড় জমান তারা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, প্যারিসে মেসি পৌঁছানোর আগেই সেখানকার বিমানবন্দরে তার অপেক্ষায় সময় কাটছে পিএসজি সমর্থকদের।
সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারকে ফ্রিতে পেতে যাচ্ছে ক্লাবটি। ইউরোপের সংবাদমাধ্যম জানিয়েছে, প্যারিসের উদ্দেশে আজ স্প্যানিশ সময় বিকেলে উড়াল দেওয়ার কথা আর্জেন্টাইন তারকার।
পিএসজিই হতে যাচ্ছে মেসির নতুন ঠিকানা। ক্লাবটির হাজারো সমর্থক এই ভাবনা থেকেই কাল রাত থেকে জমায়েত হন লো বুর্জে বিমানবন্দরে। গুজন রটেছিল, সন্ধ্যায় প্যারিসের উদ্দেশে উড়াল দিচ্ছেন মেসি। এমন খবরের পিএসজি সমর্থকরা আর ঘরে বসে থাকতে পারেননি।
কাল সংবাদমাধ্যমে মেসি নিজেই জানান, পিএসজি তার সম্ভাব্য ঠিকানা হতে পারে। যদিও আরও বেশ কিছু ক্লাব তার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন মেসি এবং গতকাল রোববার দুপুর পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :