মেসি অধ্যায় শেষ, বার্সার নতুন অধিনায়কদের নাম ঘোষণা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ১২:৩০ পিএম
মেসি অধ্যায় শেষ, বার্সার নতুন অধিনায়কদের নাম ঘোষণা

ছবি: ইন্টারনেট

ঢাকা : দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষ করে বার্সেলোনাকে বিদায় জানালেন লিওনেল মেসি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছে চোখের পানি ধরে রাখতে পারেননি মেসি। কেঁদেই চলেছেন। কণ্ঠ ধরে আসছিল ৩৪ বছর বয়সী আর্জেন্টিনা অধিনায়কের। 

সংবাদ সম্মেলনে তাইতো মেসি বলেই দিলেন, ‘এ বছর সবকিছু অনেক ভিন্ন। এটা আমার ঘর, আমাদের ঘর। আমি এখানে থাকতে চেয়েছিলাম। সেটাই পরিকল্পনা ছিল। কিন্তু আজ সবকিছু ছেড়ে যেতে হচ্ছে। আজ ২১ বছর পর ক্লাব ছেড়ে যাচ্ছি। আমি, আমার স্ত্রী, আমার তিন কাতালান-আর্জেন্টাইন সন্তান...। ক্লাবটাতে যা করেছি, তা নিয়ে আমি গর্বিত।’ 

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার মত বাংলাদেশকে কঠাক্ষ করলো নিউজিল্যান্ডও

এদিকে মেসি চলে যাওয়ার পর হাত গুটিয়ে বলে নেই বার্সাও। এই মধ্যে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কদের নাম ঘোষণা করেছে স্প্যানিশ ক্লাবটি।

আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর লিওনেল মেসির বাহুতেই উঠেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড। এখন চলে গেলেন মেসিও। দীর্ঘদিন ধরে বার্সার জার্সি পরে মাঠ মাতানো মিডফিল্ডার সার্জিও বুসকেটসকে দেয়া হয়েছে নতুন অধিনায়কের দায়িত্ব। 

আর তার ডেপুটি হিসেবে থাকবেন জেরার্ড পিকে, সার্জিও রবার্তো এবং জর্দি আলবা। মেসির সঙ্গে বার্সেলোনার লিডারশিপ গ্রুপে ছিল সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো। এবার মেসির বিদায়ে এ তালিকায় যুক্ত হলেন জর্দি আলবা। চলতি বছরের ইউরোতে স্পেনের অধিনাকত্বও করেছেন তিনি।

এর আগে গত রোববার জুভেন্টাসের বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফির মধ্য দিয়ে বার্সেলোনায় বুসকেটসের অধিনায়কত্ব অধ্যায় শুরু হয়ে গেছে। বার্সার নতুন ঘোষিত চার অধিনায়কের সবাই ক্লাবটির ইয়ুথ একাডেমি লা মাসিয়ার অংশ ছিলেন।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!