মেসি, নেইমার, রামোস, এমবাপ্পেকে নিয়ে নতুন জটিলতায় পিএসজি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৯:১৫ এএম
মেসি, নেইমার, রামোস, এমবাপ্পেকে নিয়ে নতুন জটিলতায় পিএসজি

ঢাকা: বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ফরাসি ক্লাব পিএসজিতে শুরু করলেন নতুন অধ্যায়। বৃহস্পতিবার (১২ আগস্ট) সেরে ফেললেন অনুশীলন পর্বও।

এদিকে ক’দিন আগে রিয়াল মাদ্রিদ থেকে ফরাসি ক্লাবটিতে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার সার্জিও রামোস। তারকায় ভরপুর ক্লাবটিতে আছেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেও। এখন প্রশ্ন উঠেছে এতসব তারকার মধ্যে পেনাল্টি 

নতুন তারকা হিসেবে পিএসজিতে যোগ দেয়ার পর মেসিকে যদি পেনাল্টি নেয়ার দায়িত্ব হয় তবে অনেকেই অবাক হতে পারেন। প্রশ্ন উঠবে বাকিদের নিয়েও। এদিকে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে যে কারণে সার্জিও রামোসকে পেনাল্টি নেয়ার দায়িত্ব দেয়া যেতে পারে।

সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস তার শেষ ১ টি পেনাল্টির মধ্যে ১০টিই সফলভাবে গোলে রূপান্তর করতে পেরেছেন। যা মেসি, নেইমার ও এমবাপ্পে পারেনি। নেইমার এবং এমবাপ্পে নিজেদের শেষ ১০টি পেনাল্টির মধ্যে ৯টিতে সফল। অপরদিকে মেসি শেষ ১০টি পেনাল্টির মধ্যে ২টি মিস করেছেন। অর্থাৎ ৮টি পেনাল্টি গোলে রূপান্তর করেছেন।

এদিকে শুধু পেনাল্টি নয়, ফরাসি ক্লাবটির হয়ে ফ্রি-কিক কে নেবেন তা নিয়েও রয়েছে সন্দেহ? কারণ এ চারজনের প্রত্যেকেরই দুর্দান্ত ফ্রি-কিক নেয়ার সক্ষমতা আছে। যদিও এক্ষেত্রে মেসি অনেকটাই সফল। পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো কি এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন? নাকি ফুটবলারদের উপরই দায়িত্ব ছেড়ে দিবেন? সেটিই এখন দেখার বিষয়।

সোনালীনিউজ

Link copied!