রিয়াল মাদ্রিদকে নিজের সিদ্ধান্ত জানালেন রোনালদো

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৩:১৯ পিএম
রিয়াল মাদ্রিদকে নিজের সিদ্ধান্ত জানালেন রোনালদো

ঢাকা: স্পেন, ইংল্যান্ড ও ইতালির বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, জুভেন্টাস ছাড়তে পারেন রোনালদো। তবে একেক দেশের সংবাদমাধ্যমে রোনালদোর পরবর্তী গন্তব্য নিয়ে একেক কথা বলছে।

স্পেনেরই সংবাদমাধ্যম বলছে, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি সাবেক শিষ্য রোনালদোকে ক্লাবে আনার জন্য উঠে পড়ে লেগেছেন। আগিরে জানিয়েছেন, এর মধ্যেই রোনালদো আর তার মুখপাত্র হোর্হে মেন্দেজের সঙ্গে আনচেলত্তির নিয়মিত যোগাযোগ হচ্ছে। 

তবে আনচেলত্তি আগ্রহী হলেই যে রোনালদো রিয়ালে আবারও পা রাখবেন, এটা ভাবার কোনো কারণ নেই। রিয়ালে কে আসবে, এটা পুরোপুরিই নির্ভর করে একজনের ওপর। তিনি সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। 

এদিকে রোনালদো নিজেও তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম, ফেসবুকে রোনালদো নিজেই বিশাল এক পোস্ট লিখেছেন। রিয়ালে তার অধ্যায় শেষ, এখন তার সকল ধ্যানজ্ঞান জুভেন্টাস নিয়েই। রিয়ালে ফেরার কোনোই সম্ভাবনা নেই। তার ভাষাতেই জানা যাক বাকিটা ।

‘যারা আমাকে চেনেন, তারা জানেন, আমি আমার কাজের প্রতি কত বেশি মনোযোগী। কথা কম বলি, কাজ বেশি'- ক্যারিয়ারের শুরু থেকে এটাই আমার মূলমন্ত্র। কিন্তু, গত কয়েক দিন ধরে আমার নামে যা বলা ও লেখা হচ্ছে, আমার মনে হয়েছে এ ব্যাপারে আমার মুখ খোলা দরকার।’

‘যেভাবে আমার নামে কথা ছড়ানো হচ্ছে, সেটা মানুষ ও খেলোয়াড় উভয় ভাবেই আমার জন্য অসম্মানজনক। গণমাধ্যম এসব খবর ছড়ানোর মাধ্যমে উল্লিখিত ক্লাব, খেলোয়াড়, সংশ্লিষ্ট কর্মকর্তা সবাইকেই অসম্মান করছে।’

‘রিয়াল মাদ্রিদে আমার কাহিনি লেখা হয়ে গেছে। সবাই জানে। শব্দে ও সংখ্যায়, শিরোপায় ও অর্জনে, শিরোনামে ও রেকর্ডে — সবাই জানে আমি রিয়ালের হয়ে কী কী করেছি। সান্তিয়াগো বার্নাব্যুর জাদুঘরে রয়েছে যার প্রমাণ, যা লেখা আছে ক্লাবটার প্রত্যেক সমর্থকের মনে। রিয়ালের হয়ে আমি যা যা অর্জন করেছি, আমার কাছে তাঁর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো নয় বছর ধরে ক্লাবটার সঙ্গে আমার সম্পর্ক। যে সম্পর্কটা আমি আজীবন আমার হৃদয়ে লালন করে যাব। আমি জানি, রিয়াল মাদ্রিদের প্রত্যেক ভক্তের মনে আমার জন্য জায়গা আছে, আমার মনেও তাদের জন্য জায়গা আছে।’

‘স্পেনে আমার নামে অনেক কিছুই ছড়ানো হচ্ছে। বিভিন্ন লিগের বিভিন্ন ক্লাবের সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে। কেউই আসল সত্যটা জানতে বিন্দুমাত্রও আগ্রহী নন। এই পর্যায়ে আমার চুপ থাকা সাজে না। আমি মানুষকে আমার নাম নিয়ে যাচ্ছেতাই বলতে দিতে পারি না। আমি আমার কাজ ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকি। ভবিষ্যতে কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সেটা নিয়ে চিন্তা করি। বাকি সব অর্থহীন কথাবার্তা।’

গতকাল রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তিও একই কথা বলেছেন। ‘ক্রিস্টিয়ানো রিয়াল মাদ্রিদের কিংবদন্তি। তার প্রতি আমার ভালোবাসা ও সম্মান থাকবে। আমি তাকে কখনো সই করানোর কথা ভাবিনি। আমরা সামনে তাকাচ্ছি’-টুইট করেছেন আনচেলত্তি। 

সোনালীনিউজ/এআর

Link copied!