হার নয়, গাভাস্কারের আফসোস যেখানে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৩:৫১ পিএম
হার নয়, গাভাস্কারের আফসোস যেখানে

ঢাকা: হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। জবাবে স্বাগতিক ইংল্যান্ড করেছিল ৪৩২ রান। ওই রান দুই ইনিংস মিলিয়েও করতে পারলেন না কোহলির দল। হেডিংলি টেস্টে তাই লজ্জার হার নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

২১৫ রানে দুই উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল ভারত। কোহলিদের বাকি ৮ উইকেট তুলে নিতে এক সেশনও সময় নিল না ইংল্যান্ডের বোলাররা। ভারতও মাত্র ৬৩ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারিয়ে অলআউট ২৭৮ রানে।   

সময়ের হিসেবে শেষ ৭ উইকেট ভারত হারিয়েছে মাত্র ৫৪ মিনিটে! এই সময়ে রান তুলেছে মাত্র ৪১। ম্যাচে হার জিত আছে। তাইতো ভারতের কিংবদন্তী সুনিল গাভাস্কার হার নয়, মানতে পারছেন না ভারতের ব্যাটিং ধ্বস।

কোহলি যখন আউট হয়ে ফেরেন, ভারতের রান ৪ উইকেটে ২৩৭। এরপর আউট হওয়া ছয় ব্যাটসম্যান মাত্র ৯.৩ ওভারে করেছেন ৪১ রান।

ম্যাচ শেষে সনি স্পোর্টসের অনুষ্ঠানে গাভাস্কার বিষয়টি নিয়ে বলেছেন, ‘আমাদের ৮, ৯, ১০ আর ১১ নম্বর ব্যাটসম্যানদের দিকে তাকান। তারা কী দিচ্ছে? লর্ডসে হয়তো ব্যতিক্রম হয়েছে। কিন্তু এটা পরিষ্কার, প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর আমরা খুব বেশিক্ষণ টিকে থাকতে পারব না। যেকোনো পর্যায়েই ৫৪ মিনিটে ৭ উইকেট পড়ে যাওয়ার ব্যাপারটা মেনে নেওয়া একটু কঠিনই।’

সোনালীনিউজ/এআর

Link copied!