ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় ‘অভিষেক’ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। যে ক্লাব তাকে তারকা বানিয়েছিল, যে ক্লাবের কারণেই ক্রিস্টিয়ানো রোনালদো নামটা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে, সেই ক্লাবে ১২ বছর পর ফিরেছেন রাজকীয় ভাবেই।
সিআরসেভেনকে আবার ম্যানইউয়ের জার্সিতে দেখতে মুখিয়ে ছিলেন সমর্থকরা। ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের ক্যারিসমাও উপহার দিয়েছেন।
দলের ৪-১ গোলের জয়ে রোনালদো করেছেন জোড়া গোল। ম্যাচ শেষে উচ্ছ্বসিত রোনালদো জানিয়েছেন প্রতিক্রিয়া, ‘দুই গোল করব বলে আশা করিনি আমি। একটা গোল পাব বলে আশা করেছিলাম।
এই ম্যাচে ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে ছিল ৭৬ হাজার দর্শক। তাদের সবার কণ্ঠেই ছিল ‘রোনালদো, রোনালদো’ স্লোগান। এটা দেখে তো রীতিমতো মুগ্ধ রোনালদো, ‘সমর্থকেরা আমার সঙ্গে যা করেছে, তাদের প্রশংসা করতেই হবে। নিজেকে গর্বিত মনে হয়েছে।’
অভিষেকে মহাখুশি রোনালদো, ‘এটা অবিশ্বাস্য। ম্যাচ শুরু করার সময় আমার খুব নার্ভাস লাগছিল। এটাই স্বাভাবিক। এ ছাড়া আমি আশা করতে পারিনি যে তারা পুরো ম্যাচে আমার নামে গান গাইবে। নার্ভাস না থাকলেও সেটা আমি বুঝতে দিতে পারতাম না। তারা যেভাবে আমাকে বরণ করে নিয়েছে সেটা এক কথায় অসাধারণ।’
সব শেষে রোনালদো ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই এগিয়ে রাখলেন, ‘আমি এখানে ম্যাচ জিততে আর দলকে সাহায্য করতে এসেছি। নিশ্চয়ই আমি গোল করে আনন্দিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দল। আর দল ভালো খেলেছে।’
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :