বিশ্বকাপ দলে ডাক পেয়েই অবসরের ঘোষণা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৬:৩৭ পিএম
বিশ্বকাপ দলে ডাক পেয়েই অবসরের ঘোষণা

ঢাকা: বিশ্বমঞ্চেও আরেকবার সুযোগ পাচ্ছেন রায়ান টেন ডেসকাটে। বয়স পেরিয়ে গেছে ৪১, তবে ব্যাটের ধার এখনও কম নয়।

ইংল্যান্ডের কাউন্টি সার্কিটে এখনও দেখা যায় তার ব্যাটিং-বোলিং ঝলক। এই ক্রিকেটারকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা দিয়েছে নেদারল্যান্ড।

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যেমন চমকে দিয়েছেন ঠিক তেমনি সুযোগের পর দিয়েছেন সবচেয়ে বড় চমক। ১৯ বছরের কাউন্টি ক্যারিয়ারের ইতি টানছেন তিনি। এ বছরের শেষে ব্যাট-প্যাড একেবারের জন্য তুলে রাখছেন ডেসকাট।

ডেসকাট কাউন্টির দল অ্যাসেক্সের ১৯টি মৌসুম খেলেছেন, দায়িত্ব পালন করেছেন অধিনায়কত্বেরও। ৫৫৪ ম্যাচে ১৭ হাজার ৪৬ রানের পাশাপাশি ৩৪টি উইকেট নিয়েছেন। দেশের হয়ে ডেসকাট ৩৩টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। 

ডেসকাট বলেন, 'আমার অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা অ্যাসেক্সে আমার সঙ্গে জড়িত ছিলেন।' ডেসকাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলেছিলেন। ২০১১ সালে যোগ দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে, এরপর ২০১২ ও ২০১৪ সালে ট্রফি জেতেন দলটির হয়ে।

সোনালীনিউজ/এআর

Link copied!