ঢাকা: সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। লিওনেল মেসির বিদায়ের পর শান্তিতে নেই বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাও। একের পর এক ঘটনায় খবরের শিরোনাম হচ্ছেন।
বাইরের ঝামেলা নিয়ে তো শান্তি পাচ্ছেনই না। এবার ঘরেও অশান্তি। দলের বিভিন্ন বিষয়ে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন লাপোর্তা।
সে কথাবার্তা আবার পছন্দ হয়নি কোচ রোনাল্ড কোমানের। ক্লাব সভাপতিকে রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, বুঝেশুনে কথা বলুন। কিছুদিন আগেই সভাপতি ও কোচের মধ্যকার সম্পর্কের ফাটল দেখা দেয়।
ক্লাবের একাডেমির খেলোয়াড়দের বেশি ব্যবহার করতে এবং রিকি পুচ ও স্যামুয়েল উমতিতিকে সুযোগ দেওয়ার কথা বলেছেন লাপোর্তা। জবাবে রেগে আগুন কোমান, ‘গত সপ্তাহে কিছু সাংবাদিকের সঙ্গে সভাপতির কথা বলার পরই আমাদের মধ্যকার কথাবার্তা সংবাদমাধ্যমে চলে এসেছে। পরদিনই খবর এল, কোমানকে নতুন চুক্তি দেওয়া হবে, যদি তিনটা শর্ত মানেন। আমার মনে হলো, এটা হতে পারে না। এতে আমি বিরক্ত। কারণ, এসব কথায় কোচকে সমর্থন দেখানো হয়নি।’
তিনি ইঙ্গিত দিয়েছেন, কোচের কাছে সব ক্ষমতা নেই। উনি একটু বেশিই কথা বলেছেন এবং এ নিয়ে দুবার বোকামি করেছেন। লাপোর্তা এরপরই সুর নরম করেছিলেন, ‘আমার পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা পাচ্ছেন কোচ। আমি যদি সীমা অতিক্রম করে থাকি, সেটা ফুটবল ভালোবাসি বলে। আমি ফুটবল সমর্থক এবং কিছু ব্যাপারে তো মন্তব্য করতেই পারি।
কোমান জানেন, আমার পূর্ণ সমর্থন আছে তার প্রতি। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব।’ এরপর নাকি দুজনে কথা বলেছেন। সংবাদমাধ্যম জানিয়েছিল, দুজনের সম্পর্কে নাকি উন্নতি হয়েছে।
লাপোর্তা এসব কথা বললেও এখনো মন গলেনি কোমানের। নেদারল্যান্ডসের এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাতকারে বলেন, ‘লাপোর্তার সঙ্গে আমার সম্পর্ক একটু ভালো হয়েছে। কিন্তু গত সপ্তাহে এমন কিছু হয়েছে, যা আমার ঠিক মনে হয়নি।’ ‘তিনি ইঙ্গিত দিয়েছেন, কোচের কাছে সব ক্ষমতা নেই। উনি একটু বেশিই কথা বলেছেন এবং এ নিয়ে বোকামি করেছেন।’
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :