বাংলাদেশের অবদান দেখছেন ল্যাঙ্গারও

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৪:০৬ পিএম
বাংলাদেশের অবদান দেখছেন ল্যাঙ্গারও

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ এ বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রেলিয়া খুব কম মানুষেরই ফেভারিটের তালিকায় ছিল। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল শেষে টুর্নামেন্টে টিকে থাকা দুটি দলের একটি অস্ট্রেলিয়া।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ হারে অ্যারন ফিঞ্চের দল। এরপর সময় যত সামনে এগিয়েছে, আরও বাজে খেলেছে অস্ট্রেলিয়া। তবে সবশেষ বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পরই যেন জ্বলে উঠল অজিরা। আর তাই তো ফাইনালে উঠেই বাংলাদেশের কথা স্মরণ করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এবার বাংলাদেশের অবদানের কথা স্বীকার করেছেন দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গারও। গণমাধ্যমের সাথে আলাপকালে ল্যাঙ্গার বলেন, ‘(ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে) আমাদের ফর্ম যেভাবে থাকার কথা সেখানে তা থাকেনি, এর পেছনে কারণও ছিল। তবে আমাদের দলের ওপর আস্থা ছিল, প্রস্তুতিতে আস্থা ছিল। অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য এবং আমাদের দলের গভীরতা বাড়ানোর জন্য ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর অনেক ভূমিকা রেখেছে।’

সোনালীনিউজ/এআর

Link copied!