ফাইনালের আগে গুরুতর অভিযোগ জাম্পার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৩:১৮ পিএম
ফাইনালের আগে গুরুতর অভিযোগ জাম্পার

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। পুরো আসরে অজিদের সফল বোলার অ্যাডাম জাম্পা। এবারের বিশ্বকাপে ছয় ম্যাচ খেলেছেন জাম্পা । তার মধ্যে মাত্র একটি ম্যাচে ২৪ রানের বেশি দিয়েছেন তিনি।  

বাকি পাঁচ ম্যাচেই তার ইকোনমি ছিল ছয়ের নিচে৷ ওভার প্রতি ৫.৬৯ রান দিয়ে ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। হাই-স্কোরিং সেমিফাইনাল ম্যাচেও মাত্র ২২ রান দিয়ে বাবর আজমের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিয়েছিলেন এই লেগ-স্পিনার৷

তবে ফাইনালের আগে ক্যারিয়ারের শুরু থেকে তাচ্ছিল্যের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন এই লেগ স্পিনার। বিশ্বকাপে উজ্জ্বল পারফরম্যান্সের পরও অতীতে তার প্রতি হওয়া অবহেলার কথা ভুলতেই পারছেন না অ্যাডাম জাম্পা।  প্রতিটি ক্ষেত্রে অবজ্ঞার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তিনি৷

জানিয়েছেন বিশ্বকাপের পর আবারও অবমূল্যায়নের শিকার হবেন৷ জাম্পা বলেছেন, ‘সবসময়ই অবহেলার শিকার হয়েছি আমি। সেই ১৫-১৬ বছর বয়স থেকেই এমনটা ঘটে এসেছে আমার সাথে। আমার চেয়ে সবসময় অন্য কাউকেই বেশি গুরুত্ব দেওয়া হত। এই বিশ্বকাপের পরে ফের আরো একটা সিরিজ আসবে। আরও একবার অবহেলার সম্মুখীন হব। অবশ্য এই চ্যালেঞ্জটাই আমাকে ভালো খেলতে সাহায্য করে।’

সোনালীনিউজ/এআর

Link copied!