সাকিবের রেকর্ড ছাড়িয়ে গেলেন মুশফিক

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০৩:২২ পিএম
সাকিবের রেকর্ড ছাড়িয়ে গেলেন মুশফিক

ছবি : সংগৃহীত

ঢাকা : জাতীয় দলের অন্যতম তারকা মুশফিকুর রহিম চট্টগ্রাম টেস্টে নিজের জাত চেনালেন। খেললেন ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস। অবশ্য মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়ার আক্ষেপ তো থাকবেই তার। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো কয়েকটি আক্ষেপ।

চট্টগ্রাম টেস্টে মুশফিকের হাতছানি ছিল দুটি মাইলফলকের। খুব কাছে গিয়েও ধরা দিল না একটিও। উল্টো সঙ্গী হলো অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ‘নার্ভাস নাইন্টিজ’-এ আটকা পড়ার রেকর্ড এখন মি. ডিপেন্ডেবলের।

এছাড়া মাত্র ১ রানের জন্য তামিমকে ছোঁয়া হলো না তার। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এ মুহূর্তে সর্বোচ্চ রান তামিমের,  ৪৭৮৮ রান। আর সাগরিকায় ৯১ রানের ইনিংসের পর মুশফিকের এখন সংগ্রহ ৪৭৮৭ রান।

আগামী ইনিংসে মুশফিক অনায়াসেই তামিমকে টপকে যেতে পারবেন। তবে আজ ‘নার্ভাস নাইন্টিজ’ - এ আউট হয়ে হতাশার এক রেকর্ড গড়লেন মুশফিক।

এই নিয়ে টেস্ট ক্রিকেটে নব্বই ছুঁয়েও মুশফিক সেঞ্চুরিতে যেতে পারলেন না ৪ বার। আর আন্তর্জাতিকে তিন ফরম্যাট মিলিয়ে ৮ বার। দুটিই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।

একটি রেকর্ডে তিনি স্পর্শ করেছেন সাকিব আল হাসানকে, আরেকটিতে ছাড়িয়েই গেছেন তাকে। সাকিবও টেস্টে নব্বইয়ে আটকে গেছেন ৪ বার। তিন ফরম্যাট মিলিয়ে তার এই অভিজ্ঞতা হয়েছে ৭ বার।

তামিম ইকবাল টেস্টে নব্বইয়ে থমকে গেছেন ৩ বার, আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬ বার।

উল্লেখ্য, টেস্টে নব্বইয়ে সবচেয়ে বেশিবার আউট হওয়ার বিশ্বরেকর্ডের শীর্ষে আছেন তিন কিংবদন্তি - শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও স্টিভ ওয়াহ। তিনজনই এই স্বাদ পেয়েছেন ১০ বার করে। তিন সংস্করণ মিলিয়ে শীর্ষে টেন্ডুলকার, ২৮ বার।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!