সৌম্যের রেকর্ডে ভাগ বসালেন সাদমান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ১১:৩৪ এএম
সৌম্যের রেকর্ডে ভাগ বসালেন সাদমান

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশ দল এখন রয়েছে নিউজিল্যান্ড। আর সেখানে টেস্টে দারুণ চারটি ক্যাচ ধরেছেন সাদমান ইসলাম অনিক। আর এতেই সতীর্থ সৌম্য সরকারের প্রায় পাঁচ বছর ধরে রাখা একটি রেকর্ডে ভাগ বসালেন তিনি। 

বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডটি এখন যুগ্মভাবে দুজনের। বে-ওভালে অভিজ্ঞ রস টেলরকে দিয়ে শুরু করেছিলেন সাদমান।  এর পর রাচিন রবীন্দ্র এবং কাইল জেমিসনের ক্যাচও তালুবন্দি করেন।

আজ নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুঁড়িয়ে দেওয়ার ম্যাচে হেনরি নিকোলসের ক্যাচ নিয়ে সাজঘরে ফেরান। 

গত পাঁচ বছর ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে এক ইনিংসের সর্বোচ্চ রেকর্ডটি ছিল এককভাবে সৌম্য সরকারের। ২০১৭ সালে শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টে চারটি ক্যাচ লুফেছিলেন সৌম্য।  প্রায় পাঁচ বছর পর সেই রেকর্ডে ভাগ বসালেন সাদমান।  এ দুজন ছাড়া কেউ-ই এক ইনিংসে চারটি ক্যাচ নিতে পারেননি।

তবে তিনটি ক্যাচ লুফে নেওয়া ঘটনা ঘটেছে ৯ বার। তারা হলেন— আল শাহরিয়ার (২০০০), আমিনুল ইসলাম (২০০২), রাজিন সালেহ (২০০৩), মাহমুদউল্লাহ (২০১৪), মুশফিকুর রহিম (২০১৮), লিটন দাস (২০১৮), সৌম্য সরকার (২০১৯), মুমিনুল হক (২০১৯) ও নাঈম হাসান (২০২০)।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!