ঢাকা : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক মুমিনুল লিটন দাসকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এরই মাঝে অর্ধশতক পূর্ণ করেছেন এই দুই ব্যাটার। দুজনেই ব্যক্তিগত ফিফটি পূর্ণ করে লিড এনে দিয়েছে বাংলাদেশকে।
তবে ৮৮ রানে ফিরেন মুমিনুল ও ৮৬ রানে ফিরেন লিটন। দুজনেই অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন। তবে ইয়াসির ও মিরাজ দেখে শুনে খেলায় এইমধ্যে ৪০০ রান পুরন করেছে বাংলাদেশ। এর ফলে আরও একটি সফল দিন শেষ করলো বাংলাদেশ। দিন শেষে প্রথম ইনিংসে ৭৩ রানে লিড পেয়েছে বাংলাদেশ। ইয়াসির ১১ ও মিরাজ ২০ রানে অপরাজিত আছেন। মঙ্গলবার আবার মাঠে নামবে।
বাংলাদেশ দিন শুরু করে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে। আগের দিন দারুণ ধৈর্য দেখানো জয় আজ শুরু থেকেই ছিলেন নড়বড়ে। কিন্ত অনিয়ন্ত্রিত শটে ইনিংসের সমাপ্তি টানলেন তিনি। এরপর লাঞ্চ বিরতির ২০ মিনিট আগে ব্যক্তিগত ১২ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন মুশফিক।
এর আগে রোববার (২ জানুয়ারি) কিউইদের ৩২৮ রানে আটকে দেওয়ার পর ব্যাট হাতেও ভালো করে সফরকারীরা।
২ উইকেট হারিয়ে ১৭৫ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৭০ ও অধিনায়ক মুমিনুল হক ৮ রানে অপরাজিত ছিলেন। তবে তৃতীয় দিনের শুরুতে ৭৮ রানে ফিরেন জয় ও ১২ রানে ফিরেন মুশফিক।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :