ঢাকা : চ্যাম্পিয়নস লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চেলসি।
শুক্রবার (১৯ মার্চ) সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়।
ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদের। লিভারপুল পেয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।
গত আসরে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ চার নিশ্চিত করে চেলসি। এরপর অল ইংলিশ ফাইনালে সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টমাস টুখেলের শিষ্যরা।
দুই লেগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ৫-৬ এপ্রিল। ফিরতি লেগ হবে ১২-১৩ এপ্রিল।
এবারের চ্যাম্পিয়নস লিগেল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের তিন ক্লাব চেলসি, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। স্প্যানিশ লা লিগা থেকে উঠেছে রিয়াল, অ্যাতলেতিকো ও ভিয়ারিয়াল। সেই সঙ্গে ফিরল ১৯ বছরের পুরোনো এক স্মৃতি।
দুই দেশ থেকে কমপক্ষে তিনটি করে দল চ্যাম্পিয়নস লিগের শেষ আটে শেষবার দেখা গিয়েছে ২০০৩ সালে। ২০০২-০৩ মৌসুমে ইতালি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাস। স্পেন থেকে উঠেছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া।
কোয়ার্টার-ফাইনালের ড্র
চেলসি-রিয়াল মাদ্রিদ
ম্যানচেস্টার সিটি-অ্যাতলেতিকো মাদ্রিদ
ভিয়ারিয়াল-বায়ার্ন মিউনিখ
বেনফিকা-লিভারপুল
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :