ঢাকা : বাংলাদেশ দলের কোচিংয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রাসেল ডোমিঙ্গো এমনটা গুঞ্জন চলছে গণমাধ্যমে। দেশে ফিরে পরিবারের সঙ্গে কথা বলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তার। যদিও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বলা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডমিঙ্গো এখনও প্রধান কোচ। গতকাল পর্যন্ত ডমিঙ্গোর কাছ থেকে পদত্যাগপত্র পায়নি বলেও জানায় বিসিবি।
ফলে শঙ্কা ছিল, কোচ রাসেল ডমিঙ্গো আবার ফিরবেন কি না? বিসিবি যে প্রক্রিয়ায় তাকে টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তা মানতে পারবেন কি না?
সব প্রশ্নের উত্তর মিললো, হাসিমুখে ছুটি নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিলেও আর ফিরবেন না ডমিঙ্গো।
দক্ষিণ আফ্রিকা থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় বাংলাদেশের কোচ ডমিঙ্গো জানিয়েছেন, তিনি পদত্যাগ করেননি। তবে বাংলাদেশে ফেরা হচ্ছে না। কেন? সেই উত্তরটা বিসিবির কাছ থেকে নিতে বলেছেন ডমিঙ্গো।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কোচিং দর্শন মেলে না বলে ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত তাকে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়।
গণমাধ্যমের সামনে বিসিবির এই সিদ্ধান্ত মাথা পেতে নিলেও পরবর্তী এক সাক্ষাৎকারে বোর্ডের নানাবিধ কর্মকাণ্ড নিয়ে মুখ খোলেন ডমিঙ্গো। তাতে বোঝা যাচ্ছিল তার বাংলাদেশের অধ্যায় শেষ! সেই ধারণাই হলো সত্যি।
চলতি বছরের নভেম্বর পর্যন্ত তার চুক্তির প্রথম বছর শেষ হওয়ার আগেই ডমিঙ্গো নিজ থেকে দায়িত্ব ছাড়ছেন, এটা মোটামুটি নিশ্চিত। তার বিষয়ে আজ দুপুরে বোর্ড আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিক্রিয়া জানাবে।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :