ঢাকা : অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার চলমান সিরিজ দিয়েই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানছেন তিনি।
শনিবার (১০ সেপ্টেম্বর) জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি, দলকে নেতৃত্বও দেবেন।
বিদায়ের খবর জানিয়ে ফিঞ্চ বলেন, ‘এই যাত্রাটা দারুণ ছিল, বেশ কিছু অবিশ্বাস্য স্মৃতি আছে এ যাত্রায়। দারুণ এক ওয়ানডে দলের অংশ হতে পেরে নিজেকে বেশ ভাগ্যবান মনে করছি। সমানভাবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যেসব মানুষের সঙ্গে খেলেছি ও পর্দার আড়ালে যারা ছিলেন তাদের সঙ্গে কাজ করতে পেরে। ’
ওয়ানডে বিশ্বকাপের আর এক বছরও বাকি নেই। ঠিক এমনই সময় ওয়ানডেকে বিদায় বললেন ফিঞ্চ। তার ভাষ্য, ‘নতুন অধিনায়ককে পরের বিশ্বকাপ জেতার প্রস্তুতির জন্য সেরা সুযোগ দেওয়ার এখনই সময়। আমার এই যাত্রাকে এই পর্যন্ত নিয়ে আসতে আমাকে যারা সাহায্য করেছেন, সমর্থন যুগিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।’
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি ওয়ানডে খেলেছেন এ ডানহাতি ওপেনার। এর মধ্যে ৫৪ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৩০টিতে জয়ের দেখা পেয়েছেন তিনি। ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন ফিঞ্চ। আসন্ন বিশ্বকাপে তিনিই থাকবেন অস্ট্রেলিয়ার নেতৃত্বে।
২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ফিঞ্চের এই ফরম্যাটে অভিষেক হয়েছে ২০১৩ সালে। এখন পর্যন্ত ১৭ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে ৩৯.১৩ গড়ে ৫০৪১ রান করেছেন অসি অধিনায়ক। কিন্তু চলতি বছর এই ফরম্যাটে একদমই কথা বলছে না তার ব্যাট। তাই খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নিলেন তিনি।
এ বছর এখন পর্যন্ত ১৩ ওয়ানডে খেলে মাত্র এক ফিফটিতে ১৩.০০ গড়ে ১৬৯ রান করেছেন ফিঞ্চ। শেষ ১২ ইনিংসে পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। শেষ সাত ইনিংসে সবমিলিয়ে করতে পেরেছেন মাত্র ২৬ রান। ফর্মের এমন টানাপোড়েনের পর আর ওয়ানডে ক্রিকেট চালিয়ে নেওয়ার পক্ষে নন ফিঞ্চ।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :