কাঁপন ধরিয়ে হেরে গেল জিম্বাবুয়ে, টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৫:৪১ পিএম
কাঁপন ধরিয়ে হেরে গেল জিম্বাবুয়ে, টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা : জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার অবস্থা সাবেক শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের। জিম্বাবুয়ে বিপক্ষে আজকের ম্যাচটি বাঁচা-মরার ম্যাচে ক্যারিবিয়ানদের জন্য। দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন বাঁচিয়ে রাখতে লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে ক্যারিবিয়ানরা। বুধবার হারলেই ছিটকে পড়বে এমন সমীকরণে দাঁড়িয়ে হোবার্টে দারুণ এক জয় তুলে নিয়েছে নিকোলাস পুরানের দল। মাঝারি লক্ষ্য দিয়েও ৩১ রানের জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা। 

বুধবার (১৯ অক্টোবর) মুখোমুখি হয় জিম্বাবুয়ে এবং ওয়েস্ট-ইন্ডিজ। 

টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে ক্যারিবিয়ানরা সংগ্রহ করেছে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান। দলের হয়ে এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরান-এভিন লুইসরা। সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার জনসন চার্লস।

মিডল ওভারে এসে পর পর উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে ক্যারিবিয়ানরা। দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ব্রুকস, হোল্ডার কিংবা পুরান যাদের কেউই পারেননি দলের হয়ে রান করতে। শেষ দিকে স্পিনার আকিল হোসেন এবং রবমেন পাওয়েল জুটি গড়েন ৪৯ রানের। যদিও পাওয়েল ২৮ রান করে আউট হয়ে ফেরেন। আর আকিল হোসেন ২৩ রান করে অপরাজিত থাকেন। জয়ের জন্য জিম্বাবুয়ে করতে হবে ১৫৪ রান। 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল রাজকীয়। ২.২ ওভারে ২৯ রান তুলে কাঁপন ধরিয়ে দেয় ক্যারিবিয়ানদের। তবে ১৩ রান করে রেগিস চাকাভা গেলে ধস নামে ব্যাটিং লাইনে। পরবর্তীতে শেষ দিকে জয়ে একটা আশা জাগিয়েও শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১২২ রান তুলতে সব উইকেট হারায় জিম্বাবুয়ে। এতে ৩১ রানের জয় তুলে মাঠ ছাড়ে ক্যারিবিয়ানরা। এই জয়ে বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা ধরে রাখে সাবেক বিশ্বজয়ীরা।
  
জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, লুক জংউয়ে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস, মায়োঙ্গা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, এভিন লুইস, জনসন চার্লস, শামার ব্রুকস, নিকলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিন স্মিথ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!