সুপার টুয়েলভ নিশ্চিত করল শ্রীলঙ্কা 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২, ০১:৪১ পিএম
সুপার টুয়েলভ নিশ্চিত করল শ্রীলঙ্কা 

ঢাকা: সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার প্রত্যাবর্তন বেশ সমীহ জাগানিয়া। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে হারের পর দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়নই হয়ে যায় লঙ্কানরা।

আর এবার বিশ্বকাপ যাত্রায় নামিবিয়ার কাছে হেরে যায় দলটি। এতে বৈশ্বিক টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে যায় শানাকার দল। তবে বাকি দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করল এশিয়ার চ্যাম্পিয়নরা।  

নামিবিয়ার কাছে বিবর্ণ বোলিং-ব্যাটিংয়ে ৫৫ রানে হার মানে শ্রীলঙ্কা। নেট রান রেটে এতই পেছনে পড়েছিল যে প্রথম রাউন্ডেই বিদায় নিয়ে কথা উঠছিল। কিন্তু আমিরাতকে ৭৯ রানে হারিয়ে পথে ফেরে তারা। সবশেষ বাঁচা-মরার লড়াইয়ে টানা দুই ম্যাচ জেতা ডাচদের ১৭ রানে হারিয়ে নিশ্চিত করলো সুপার টুয়েলভ।

অবশ্য শ্রীলঙ্কাকে সহজে ছেড়ে দেয়নি ডাচরা। ম্যাক্স ও’ডাউড একপ্রান্ত আগলে রেখে ৯ ব্যাটসম্যানের প্যাভিলিয়নে ফেরা দেখেছেন। ১৮ ওভার শেষে যখন স্কোর ৯ উইকেটে ১২৪, তখন ১৯তম ওভারে মাহিশ ঠিকশানার নো বলে ছয় মারেন তিনি। একই ওভারে আরেকটি ছয় মেরে ১৬ রান তুলে নেন। তাতে ম্যাচে উত্তেজনা ছড়ায়। শেষ ওভারে দরকার ছিল ২৩ রান।

লাহিরু কুমারা বল হাতে নিয়ে চাপ সামলে নেন দারুণভাবে। গত বছরের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের কাছে শেষ ওভারে ১৮ রান হজম করে হারার স্মৃতি এখনও যার মন থেকে মুছে যায়নি। অবশ্য এবার তেমন কিছু হয়নি। দেন মাত্র ৬ রান।

সোনালীনিউজ/এআর

Link copied!