মাঠেই ম্যানসিটির ইতিহাস গড়া দেখলেন সাকিব

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০৭:৫৬ পিএম
মাঠেই ম্যানসিটির ইতিহাস গড়া দেখলেন সাকিব

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি। তবে সে আলোচনার বিষয়বস্তু যত না ম্যান সিটি, ইন্টার, হলান্ড বা সিটিকে একমাত্র গোলে শিরোপা জেতানো রদ্রি, তার চেয়ে বেশি ম্যান সিটিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিয়ে ট্রেবল জেতানো কোচ পেপ গার্দিওয়ালাকে নিয়ে। গার্দিওয়ালার বেশ কয়েকজন ভক্তও আছেন বাংলাদেশ ক্রিকেট টিমে। 

তুরস্কের ইস্তাম্বুলে স্বচক্ষে দেখেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল-সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব পরদিনই গিয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সংক্ষিপ্ত মিটিং সেরে চলে গেলেও গত বৃহস্পতিবার করে গেছেন ফিটনেস ট্রেনিং।

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখতে ইস্তাম্বুলে যাওয়ার পরিকল্পনা সাকিবের তার আগে থেকেই। সে পরিকল্পনা অনুযায়ীই ঢাকা ছেড়েছেন গতকাল ভোরে। কাল ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন ফাইনাল। ফাইনালটা তিনি কেমন উপভোগ করেছেন, তা অবশ্য জানা যায়নি।  

তবে সাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে কাল রাতে তার চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখার খবর। ১৩ জুন সকালে সাকিবের দেশে ফেরার কথা।

আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে নেই সাকিব। তার পরিবর্তে টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সাকিবের খেলায় ফেরার কথা ওয়ানডে সিরিজ দিয়ে।

সোনালীনিউজ/এআর

Link copied!