পাঁচ ক্রীড়াবিদ ও সংগঠককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০১:৩৪ পিএম
পাঁচ ক্রীড়াবিদ ও সংগঠককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ঢাকা: অসহায় ক্রীড়াবিদ ও সংগঠকদের সহায়তা ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তিনি পাঁচজন ক্রীড়াবিদ ও সংগঠককে দিলেন ৯১ লাখ টাকা। 

সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আর্থিক অনুদান ক্রীড়াবিদ ও সংগঠকদের হাতে তুলে দেন। 

জাতীয় দলের সাবেক সাঁতারু প্রিয়াংকা দাসকে ১০ লাখ টাকা, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও সংগঠক মো. জাহিদ মাহমুদকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা, জাতীয় ক্রিকেট দলের আম্পায়ার সৈয়দ মোহাম্মদ সাইদুল হককে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও পাঁচ লাখ টাকার চেক, জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া সাইক্লিস্ট ফারহানা সুলতানা শিলার চিকিৎসার জন্য এক লাখ টাকার চেক ও ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র এবং সাবেক ফুটবলার এসকে বসির আহাম্মেদকে এক লাখ টাকার চেক ও ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়।

সোনালীনিউজ/এআর

Link copied!