সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ-ভুটান লড়াই শুরু

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ০৮:১৬ পিএম
বাংলাদেশ-ভুটান লড়াই শুরু

ঢাকা : সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ‘বি’ গ্রুপের ম্যাচটি। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই চলবে জামাল ভূঁইয়াদের।

এমনকি এক গোলের ব্যবধানে হারলেও হাভিয়ের কাবরেরার দল পৌঁছে যাবে শেষ চারে।

এই গ্রুপ থেকে লেবানন তিন ম্যাচের সব কটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সেরা দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছে।

বাংলাদেশ ও ভুটান এখন পর্যন্ত ১৩বার মুখোমুখি হয়েছে একে অপরের। বাংলাদেশ যেখানে এগিয়ে অনেক। ১০টিতেই জিতেছে তারা। দুটি ম্যাচ ড্র হয়, হার মাত্র ১টিতে।

সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চে এখন পর্যন্ত ৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভুটান। যার মধ্যে পাঁচটিতেই জয় বাংলাদেশের, অন্য ম্যাচটি ড্র হয়। একমাত্র ড্রটি (১-১) ২০০৮ সালের আসরে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে অবশ্য ভুটানের (১৮৫) পেয়ে পিছিয়ে বাংলাদেশ (১৯২)। চলতি সাফে মালদ্বীপের কাছে ২–০ ও লেবানের কাছে ৪–১ গোলে হেরেছে ভুটান। অন্যদিকে বাংলাদেশ লেবাননের বিপক্ষে ২-০ গোলে হেরে নিজেদের মিশন শুরু করে। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তুলে নেয় ৩-১ গোলের দারুণ জয়।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!