ঢাকা: ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না।
তবে বৈশ্বিক আসরগুলোতে ঠিকই দুই দলের দেখা হয়। চলতি বছরই রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপ। তিন মাসের ব্যবধানে এই দুই বড় আসরে পাঁচবার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে ভারত-পাকিস্তানের।
চলতি বছর অগস্ট মাসের শেষে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে। খুব বেশি সময় বাকি না থাকলেও এখনও এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
সেই প্রতিযোগিতায় গ্রুপ পর্বের প্রথমে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুই দলই যদি সুপার ফোর-এ ওঠে তা হলে প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী আরও এক বার দেখা হবে তাদের।
একই সঙ্গে এশিয়া কাপের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের। সে ক্ষেত্রে একটি শুধুমাত্র এশিয়া কাপেই তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।
এশিয়া কাপ শেষ হওয়ার পরে ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৫ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্ব থেকে যদি ভারত ও পাকিস্তান নকআউট রাউন্ডে পৌঁছায় তাহলে সেমিফাইনাল বা ফাইনালে আবারও দেখা হতে পারে তাদের। সে ক্ষেত্রে একই বছর পাঁচবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলের। আর এমনটি হলে আপাতত ক্রিকেট উত্তেজনায় পুড়বে দুই দেশের ক্রিকেট ভক্তরা।
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :