ঢাকা : চাঁদ রাতে দারুণ সুখবর পেলেন দেশের ফুটবল প্রেমীরা। অনেকটা লাইফ সাপোর্টে থাকা ঝীর্ণ, বিপর্যস্ত লাল সবুজের ফুটবল পেলো ঈদ উপহার। ১৪ বছর পর সাফের সেমিফাইনাল নিশ্চিত করে জামাল ভুঁইয়ারা দেশবাসীকে দিলেন ঈদের এই উপহার।
অবশেষে সাফল্যের দেখা মিলেছে। ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। এবারের পুরো সাফে দুর্দান্ত, অসাধারণ খেলেছে জামাল ভুঁইয়ারা। ভুটানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে সাফের সেমি নিশ্চিত করলো হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
এক হালি গোলের ম্যাচটিতে প্রথমার্ধেই এসেছে সবক’টি গোল। শুরুতে পিছিয়ে পড়া বাংলাদেশ মোরসালিনের গোলে সমতায় ফিরেছে। ভুটানের আত্মঘাতী গোলে লিড নিয়েছে। এরপর রাকিবুল হাসানের গোলে নিশ্চিত হয়েছে জয়।
ম্যাচের ১২তম মিনিটে টেসেন্ডা দর্জির গোলে লিড নেয় ভুটান। পিছিয়ে পড়ার মিনিট দশেকের মধ্যেই বাংলাদেশকে সমতায় ফেরান মোরসালিন। ম্যাচের ২১তম মিনিটে তরুণ এই ফুটবলারের গোলে সমতায় ফিরে বাংলাদেশ।
সমতায় থাকা ম্যাচে আবারো মিনিট দশেকের মধ্যে লিড নেয় ভুটান। পিছিয়ে পড়ার মিনিট দশেকের মধ্যেই বাংলাদেশকে সমতায় ফেরান মোরসালিন। ম্যাচের ২১তম মিনিটে তরুণ এই ফুটবলারের গোলে সমতায় ফিরে বাংলাদেশ।
সমতায় থাকা ম্যাচে আবারো মিনিট দশেকের মধ্যে লিড নেয় বাংলাদেশ। তবে এবার নিজেদের জালে গোল করে ভুটান। ম্যাচের ৩০তম মিনিটে জিগমির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
লিডে থাকা ম্যাচে দলকে এবার এগিয়ে দেন রাকিবুল হাসান। মিনিট ছয়েক পরই গোলের দেখা পান তিনি। ম্যাচের ৩৬তম মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। পিছিয়ে পড়া ভুটান প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। এগিয়ে থেকেই বিরতিতে যায় জামাল ভুঁইয়ারা।
ম্যাচের বাকীটা সময় আর কোনো দল গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত তাই ৩-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। যদিও ম্যাচটি হারলেও শেষ চারে খেলার সুযোগ থাকতো বাংলাদেশের। তবে দাপুটে খেলে বড় জয় তুলে নিলো ক্যাবরেরার শিষ্যরা।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :