আনফিট থেকেও খেলবেন তামিম

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০২৩, ০১:৩০ পিএম
আনফিট থেকেও খেলবেন তামিম

ঢাকা : পিঠের পুরনো ব্যথা ফের মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি খেলা হয়নি তামিম ইকবালের। সেই পর্ব শেষে এখন শুরু হচ্ছে ওয়ানডে। এই সংস্করণের নিয়মিত অধিনায়কও তিনি।

বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

কিন্তু ম্যাচ শুরুর আগের দিনও ফিট নন বাংলাদেশের অধিনায়ক। তবে আনফিট থাকলেও বাংলাদেশের হয়ে টস করবেন তিনি। এমনকি ওপেনার হিসেবেও দেখা যাবে তাকে।

মঙ্গলবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে নিজেই এ কথা জানালেন টাইগার অধিনায়ক তামিম।

তার কথায়, প্রথম ম্যাচ খেলে তিনি দেখতে চান, শরীরের এই ধকল তিনি নিতে পারেন কি না। সেটা বুঝেই পরবর্তী সিদ্ধান্ত নিবেন এই ওপেনার।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি এখনও শত ভাগ ফিট না। কিন্তু আমি কালকের ম্যাচটা খেলতে চাই। কারণ আমি দেখতে চাই, এই শরীর নিয়ে কতটুকু লড়াই করতে পারি। এই ম্যাচে আমার পারফরম্যান্সের পর পরবর্তী সিদ্ধান্ত নিব।’

বিষয়টা কঠিন জানেন তামিম। কিন্তু বিশ্বকাপের বছরে এই চ্যালেঞ্জটা নিতে চান, ‘সামনে বিশ্বকাপ। আমি এমন কিছু করতে চাই না, যা দলের ওপর চাপ সৃষ্টি করবে। খেলা চলার মাঝখানেও যদি দেখি আমার শরীর সায় দিচ্ছে না, তাহলে মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতেও প্রস্তুত আছি।’

সোনালীনিউজ/এমটিআই

Link copied!