বিবাহ বন্ধনে আবদ্ধ রোমান-দিয়া

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৯:০০ পিএম
বিবাহ বন্ধনে আবদ্ধ রোমান-দিয়া

ঢাকা: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দেশসেরা তীরন্দাজ রোমান সানা ও দিয়া সিদ্দিকী। বুধবার (৫ জুলাই) দুপুরে নীলফামারী সদরের আশা কমিউনিটি সেন্টারে উভয় পরিবারের সদস্য ও আরচ্যারি ফেডারেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বাংলাদেশ আরচ্যারির প্রসঙ্গ উঠলেই খুলনার রূপসা উপজেলার সানা এবং নীলফামারী সদরের দিয়ার নাম স্বাভাবিকভাবেই এসে যায়। দুজনেই তীর-ধনুক হাতে দেশ ও বিদেশের মাঠে একাধিকবার সফল হয়েছিলেন, ছড়িয়েছেন দেশের সুনাম। অনেকদিন ধরে দুজনের সম্পর্কের যে গুঞ্জন ছিল সেটি এবার পূর্ণতা পেয়েছে। কিছুদিন আগেই তারা বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার দুপুরে তা বাস্তবে রূপ নিলো।

নববধূ দিয়া সিদ্দিকী জানান, প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব। এরপর দু’পরিবারের সম্মতিতে আজকের এই বিয়ে। আগে আন্তর্জাতিক পর্যায়ে জুটিবদ্ধ হয়ে খেলে যেমন দেশের সুনাম অর্জন করেছেন, বিয়ের পরেও তারা সেই ধারা অব্যাহত রাখবেন বলে দিয়া জানান।

রোমান সানা বলেন, বিয়ের পরও নিজেদের সর্বোচ্চটা দিয়ে আমরা আরচ্যারিকে এগিয়ে নিয়ে যাব। দিয়াকে আগে যেমন সার্পোট দিয়েছি, এখন আরও বেশি সার্পোট দিতে পারব। এতে করে শতভাগ উপকৃত হবে আমাদের দেশ।

উভয় পরিবারের সম্মতিক্রমে ৫ লাখ ১০১ টাকা দেনমোহর নির্ধারণের পাশাপাশি কনের স্বর্ণ বাবদ দু’লাখ টাকা নগদ পরিশোধ করে তাদের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উভয় পরিবারের আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সহ-সভাপতি আনিছুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজিব আহমেদ চপ্পল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিরণ, কোচ মাট্রিন ফেডথরিথ, ট্রেনার ফারুক ডালিসহ প্রমুখ।

খেলা ছাড়াও রোমান আনসারে ল্যান্স নায়েক পদে আছেন। দিয়া বিকেএসপির পাট চুকিয়ে এ বছরই যোগ দিয়েছেন আনসারে। 

সোনালীনিউজ/আইএ

Link copied!