ঢাকা: হঠাৎ বুধবার দিবাগত রাতে সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন তামিম ইকবাল। গুঞ্জন ছিলো টাইগার ওয়ানডে অধিনায়ক সড়ে দাড়াতে পারেন অধিনায়কত্ব থেকে। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। জানানো হয় আজ দুপুর বারোটায় করবেন সংবাদ সম্মেলন কিন্ত খানিকটা পিছিয়ে গেলো সেই সংবাদ সম্মেলন পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের জানানো হয় দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে হবে তামিমের সংবাদ সম্মেলন।
বৃহস্পতিবার (৭ জুলাই) টাইগারদের দলীয় অনুশীলন না থাকায় এদিন সংবাদমাধ্যমের সামনে কারও আসারই কথা নয়। অথচ আজই কৌতূহল জাগানিয়া সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এই ক্রিকেটার।
অনফিট থাকা সত্ত্বেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেন তামিম ইকবাল।বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল একটি বাংলা দৈনিককে বলেছিলেন, ‘এটি তো আর পাড়া-মহল্লার ম্যাচ নয়। আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে, খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না!’
ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তামিম। তবে এই ঘোষণাও যদি না দেন, তাহলে সংবাদ সম্মেলনে কী নিয়ে কথা বলবেন ওয়ানডে অধিনায়ক সেটি নিয়ে রয়েছে কৌতূহল।
আপনার মতামত লিখুন :