ঢাকা : দিন কয়েক পরই সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে ভারত নারী দল। শুরুতেই থাকছে টি-টোয়েন্টি সিরিজ। যা সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।
আগেই ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছিল স্বাগতিকরা। সেখান থেকেই বেছে নেওয়া হয়েছে ১৬ জনকে। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন সাথি রানী। প্রাথমিক স্কোয়াডে ছিলেন না তারকা পেসার জাহানারা আলম, রুমানা আহমেদরা।
আজ (৫ জুলাই) ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি প্রাথকি স্কোয়াডের লতা মণ্ডল, ফারিহা ইসলাম তৃষ্ণা, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুনের। তাদের রাখা হয়েছে স্ট্যান্ড আই তালিকায়।
এক সিরিজ পর দলে ফিরলেন অভিজ্ঞঅভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটিতে আছেন দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মারুফা আক্তারের মতো প্রতিভাবান তরুণীরা।
ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুইটি সিরিজই হবে মিরপুরে। আর এতে করে ১১ বছর পর হোম অব ক্রিকেটে খেলার সুযোগ হচ্ছে বাংলাদেশ নারী দলের।
৯ জুলাই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচ ১১ ও ১৩ জুলাই। এরপর ১৬ জুলাই প্রথম ওয়ানডে। যেখানে বাকি দুই ওয়ানডে হবে ১৯ ও ২২ জুলাই।
বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), দিলারা আক্তার, সাথি রানী, শামীমা সুলতানা, সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিশা বিশ্বাস,মারুফা আক্তার,সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাহিমা খাতুন।
স্ট্যান্ড বাই : লতা মণ্ডল, ফারিহা ইসলাম তৃষ্ণা, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :