ঢাকা : নেপালকে হারিয়ে লাল-সবুজের বিজয় কেতন উড়িয়ে মেয়েদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর গড়িয়েছে দীর্ঘ ১০ মাস। একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি সাবিনা খাতুনের দল। আবার আসছে ম্যাচ খেলার সেই সুযোগ।
ফিফা উইন্ডোতে এবং অলিম্পিক বাছাইপর্বে বাংলাদেশের খেলার কথা থাকলেও তা সম্ভব হয়নি। অবশেষে মাঠে নামবে সাবিনারা। হিমালয়ের দেশ নেপালের বিপক্ষেই সাবিনা-মারিয়াদের কাটছে ম্যাচখরা। কোচের পদ থেকে পদত্যাগ করায় গোলাম রব্বানি ছোটনকে ছাড়া প্রথমবার তারা খেলবেন।
আগামী ১৩ ও ১৬ জুলাই ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ দুটি হবে। বুধবার বাফুফে ভবনে সভা শেষে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ এ তথ্য জানান।
আগের সূচি অনুযায়ী ১২ ও ১৫ জুলাই ম্যাচ হওয়ার কথা থাকলেও নেপালের অনুরোধে তারিখে আনা হয়েছে পরিবর্তন। অতিথি দলের ফ্লাইটজনিত সুবিধার কথা বিবেচনায় নিয়ে তারিখে পরিবর্তন আনা হয়েছে।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :