ঢাকা: তামিমের হঠাৎ অবসরের সিদ্ধান্তে অবাক পুরো দেশ। অবাক হয়েছেন তার সঙ্গে খেলা জাতীয় দলের সতীর্থরাও। জাতীয় দলের তারকা ওপেনার লিটন কুমার দাস, তামিমের অবসর নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুকে লেখেন, আমরা একসাথে ব্যাট করেছি, ড্রেসিং রুম শেয়ার করেছি।
একসাথে অনেক স্মৃতি ছিল। বিশ্বাস করতে পারছি না তুমি আর দেশের হয়ে খেলবা না। তোমাকে খুব মিস করব ভাই। শুভ কামনা তোমার ভবিষ্যৎ জীবনের জন্য।
তামিমের বিদায়টা বিশ্বাস করতে পারছেন না পেসার মুস্তাফিজও। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘খবরটা শুনে হতাশ হয়েছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি সব সময় আপনার পথনির্দেশনা আর আমার কাঁধে সাহায্যের হাত মিস করব।’
তামিমকে মিস করবেন তার আরেক সতীর্থ সৌম্য সরকারও। বাংলাদেশের অনেক ম্যাচেই তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে খেলেছেন সৌম্য। তামিমের এ ওপেনিং সঙ্গী তার প্রতিক্রিয়ার শুরুটা করেছেন এভাবে, ‘বিদায় বলাটা আমাদের জীবনেরই একটা অংশ। এ নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। এর চেয়ে বরং সুন্দর স্মৃতিগুলো হাতড়ানো যাক আর তাকানো যাক সুন্দর ভবিষ্যতের দিকে।’
সৌম্য এরপর লিখেছেন, ‘আপনি আমাদের সঙ্গে শত স্মৃতি রেখে যাচ্ছেন। আপনাকে আমরা সবাই মিস করব। আপনার নতুন গন্তব্যের প্রতি যাত্রাটা সুন্দর হোক। ভাই, সবকিছুর জন্য ধন্যবাদ।’
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :