ঢাকা : লিওনেল মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মেজর আনভেইলিং ইভেন্ট নামের অনুষ্ঠান আয়োজন করেছে ইন্টার মায়ামি। ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে স্থানীয় সময় অনুযায়ী রবিবার সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ সময় অনুযায়ী কাল ভোর ৪টায় শুরু হবে সেই মেসিবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকছে নানা রকম আয়োজন।
মেসি মিয়ামির হয়ে মাঠে নামবেন ২১ জুলাই। মেসির অভিষেক মাঠেই উদযাপন করবেন সমর্থকরা। তবে তার আগে মেসির পরিচয় পর্বও বিশেষ ভাবে উদযাপন করতে চাইছেন ভক্ত-সমর্থকরা। ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামের বাইরে বিশেষ আয়োজন করতে যাচ্ছে ‘ভাইস সিটি ১৮৯৬' নামের পরিচিত দলটির সমর্থক গোষ্ঠী। সেই অনুষ্ঠানে নানা আয়োজনের সঙ্গে আর্জেন্টাইন সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করবে তারা। এর জন্য আর্জেন্টিনার একটি ব্যান্ডদল ভাড়া করেছে ভাইস সিটি ১৮৯৬।
এতো গেল একটি সমর্থক গোষ্ঠির আয়োজন। মায়ামি দলের পক্ষ থেকেও মেসিবরণ অনুষ্ঠানে রাখা হয়েছে বিশেষ আয়োজন। পরিচয় পর্বের পর হবে সেই বিশেষ অনুষ্ঠান। বিশ্বখ্যাত শিল্পীরা সেই অনুষ্ঠান করবেন। গণমাধ্যমে গুঞ্জন, শিল্পী তালিকায় আছেন পপ গায়িকা শাকিরা। ফ্লোরিডার শাকিরা ছাড়াও পারফর্ম করতে পারেন পুয়োর্তো রিকোর র্যাপার ব্যাড বানি। থাকবেন কলম্বিয়ার আরেক শিল্পী মালুমা।
এর আগে শুক্রবার বিবৃতির মাধ্যমে মেসিকে তাদের খেলোয়াড় হিসেবে গ্রহণের ঘোষণা দেয় ইন্টার মায়ামি। চুক্তির খবর নিশ্চিত করে ক্লাবের অন্যতম মালিক ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম বলেছেন, 'মেসির ইন্টার মায়ামিতে আসা ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।'
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় মেসি বলেছেন, ‘ইন্টার মায়ামিতে ক্যারিয়ারের পরের ধাপ শুরু করার ব্যাপারে আমি বেশ রোমাঞ্চিত। এটি অসাধারণ একটি সুযোগ এবং আমরা একসঙ্গে দারুণ কিছু করব। আমাদের পরিকল্পনা হচ্ছে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করা। আমি এখন আমার নতুন এই ঘরকে সাহায্য করার জন্য অপেক্ষা করছি।’
মেসিকে দলে টানার প্রেক্ষাপট তুলে ধরে বেকহাম বলেন, ‘১০ বছর আগে আমি যখন মায়ামিতে নতুন ক্লাব নির্মাণের যাত্রা শুরু করি, তখন থেকেই বিশ্বের সেরা এই খেলোয়াড়কে দুর্দান্ত এ শহরে নিয়ে আসার স্বপ্ন ছিল আমার।’
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :