ঢাকা : জয়ে ফিরেছে ব্রাজিল। পাশাপাশি নেইমার করলেন জোড়া গোল। দিনটি তার জন্য ঐতিহাসিকই বটে। এই দুই গোলে যে তিনি ছাড়িয়ে গেছেন দেশটির কিংবদন্তী ফুটবলার পেলেকে। প্রথম গোলটি এসেছিল রদ্রিগোর কল্যাণেই। তাতেই ইতিহাস গড়া হয়ে যায় নেইমারের। যা ভেবেই রোমাঞ্চিত রদ্রিগো।
ম্যাচ শেষে তিনি ব্রাজিলিয়ান গণমাধ্যম ওলে টিভির সঙ্গে আলাপকালে বলেছেন, ‘নিঃসন্দেহে, এটা একটা বিশেষ দিন। নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোল সংগ্রাহক হয়েছে। আমার জন্যও দিনটি বিশেষ। কারণ তার এই ইতিহাসের অংশ হতে পেরেছি আমি। স্মৃতিতে চিরকাল এই ম্যাচটা থাকবে।
ম্যাচের ৬১ মিনিটে গোল করে ইতিহাস গড়া হয়ে যায় নেইমারের। পেলের ৭৭ পেছনে ৭৮ গোলে শীর্ষে পৌঁছান তিনি। পরে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। সেই গোলে অবদান রাখেন রাফিনহা। তাতে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা গিয়ে দাঁড়ায় ৭৯।
নেইমারের জোড়া গোলের সকালে দুই গোল করেছেন রদ্রিগোও। রিয়াল মাদ্রিদের এই নাম্বার টেনের গোলেই গোলের খাতা খুলে ব্রাজিল। সেই ম্যাচটি শেষ পর্যন্ত ৫-১ গোলে জিতে ব্রাজিল।
আগামী মঙ্গলবার লিমায় পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।
এমটিআই
আপনার মতামত লিখুন :