আজ বৃষ্টির দিন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৮:২৫ পিএম
আজ বৃষ্টির দিন

ঢাকা: আম্পায়াররা মাঠে নেমেছিলেন। খেলা শুরু হবে, ভাবা হচ্ছিল এমন। এরপরই আবার ফিরেছে বৃষ্টি, আবার এসেছে কভার। 

এ সময়ে খেলা শুরু হওয়ার কথা ছিল। সেটি হচ্ছে না আবার বৃষ্টি ফিরেছে বলে। অপেক্ষা বাড়ছে তাই। আগেরবার ৪২ ওভার থেকে আর কোনো ওভার কাটা যাবে না জানানো হয়েছিল, ইনিংস বিরতি কমিয়ে আনা হয়েছিল ১০ মিনিটে। তবে এবার সে সুযোগও থাকছে না আর। 

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৩.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে পেরেছে কিউইরা। খেলা শুরু হতে দেরি হলে আবারও কাটা যেতে পারে ওভার। দেখা যাক মিরপুরের ভাগ্যে কি আছে!

এ মাঠের ড্রেনেজ সিস্টেম বেশ ভালো। এখানে একমাত্র পরিত্যক্ত ওয়ানডেটি ২০১৪ সালে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। তবে আজ বৃষ্টির দিনে আদৌ খেলা সম্ভব হয় কি না? সেটি জানা যাবে কিছুক্ষণের মধ্যে।

এআর

Link copied!