ঢাকা: আম্পায়াররা মাঠে নেমেছিলেন। খেলা শুরু হবে, ভাবা হচ্ছিল এমন। এরপরই আবার ফিরেছে বৃষ্টি, আবার এসেছে কভার। নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব নয়, যার কারণে প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
এই মাঠে সবশেষ পরিত্যক্ত ওয়ানডেটি ২০১৪ সালে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। আগেরবার ৪২ ওভার থেকে আর কোনো ওভার কাটা যাবে না জানানো হয়েছিল, ইনিংস বিরতি কমিয়ে আনা হয়েছিল ১০ মিনিটে। তবে পরেরবার সেই সুযোগও থাকছে না আর।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৩.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে পেরেছে কিউইরা। এখন পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কোনো ম্যাচ পরিত্যক্ত হয়নি। মিরপুরে বৃষ্টি হচ্ছে এখনো।
এআর
আপনার মতামত লিখুন :