ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের মহারণের ভারত মাঠে নামার কয়েক ঘণ্টা আগেই মায়ের অসুস্থতার খবর পেয়েছিলেন মোহাম্মদ শামি। তবুও নিজের সেরাটা দিতে খেলতে নেমেছিলেন এই পেসার। যদিও অজিদের কাছে হেরে ভারতের স্বপ্ন ভাঙে। ফাইনাল শেষ হওয়ার পর শামির মায়ের খবর জানা যায়। ভারতীয় একটি সংবাদমাধ্যম এই খবর জানায়।
খবরে বলা হয়েছে, শামির মা অঞ্জুম আরা গতকাল রবিবার সকাল থেকেই অসুস্থ ছিলেন। তার জ্বর হয়েছিল। পরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়। শামিকে এরপরেই খবর দেওয়া হয়। সেসময় ভারতীয় বোলার ফাইনালের প্রস্তুতি সারছিলেন।
যদিও শামির মা এখন কেমন আছেন, বা হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়েছে কি না সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বিশ্বকাপে ভারতের সব থেকে সফল বোলার শামি। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। মাত্র ৭ ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন তিনি। এর আগে এক বিশ্বকাপে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন জাহির খান। তাকে ছাপিয়ে গিয়েছেন শামি। চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন ভারতীয় পেসার।
এমএস
আপনার মতামত লিখুন :