গোল উৎসব করে সেমিতে লিভারপুল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ১০:৫৩ এএম
গোল উৎসব করে সেমিতে লিভারপুল

ঢাকা: কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে ওয়েস্টহ্যাম্প ইউনাইটেডের জালে রীতিমতো গোল উৎসব করেছে মোহাম্মদ সালাহরা। ৫-১ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে অলরেডরা।

ম্যাচের ২৮তম মিনিটে গোলের সূচনা করেন ডোমিনিক সোবসলাই। ২০ গজ দুর থেকে অসাধারণ এক শটে ওয়েস্টহ্যামের জালে বল জড়ান তিনি। প্রথমার্ধে আর কোনো গোল হলো না। ৫৬তম মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কার্টিস জোন্স। ডারউইন নুনেজের কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে গোলটি করেন জোন্স।

৭১ মিনিটে তৃতীয় গোল করেন ডাচ তারকা কোডি গাকপো। ১৮ গজ দুর থেকে দারুণ এক শটে ওয়েস্টহ্যামের জালে বল জড়ান তিনি। ৭৭তম মিনিটে একটি গোল পরিশোধ করেন ওয়েস্টহ্যামের জ্যারড বোউয়েন। ৮২তম মিনিটে ব্যবধান ৪-১ করেন মোহাম্মদ সালাহ। ৮৪তম মিনিটে কার্টিস জোন্স গোলের সাইকেল পূর্ণ করেন। ব্যবধান করে নেন ৫-১।

ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লুপ বলেন, ‘পারফরম্যান্স, স্কোরশিট, রেজাল্ট এবং খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য এটাই প্রমাণ করে যে পুরো দলটাই একসঙ্গে মাঠে খেলছে এবং সাফল্য তুলে আনতে মরিয়া। খেলোয়াড়রা ম্যাচটা বেশ উপভোগ করেছে।’

এ নিয়ে রেকর্ড ১৯তম বারের মতো ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে নাম লিখলো লিভারপুল। সেমিফাইনালে লিভারপুল মুখোমুখি হবে ফুলহ্যামের। ৮ জানুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অপর সেমিফাইনালে চেলসি মুখেমুখি হবে মিডলসবোরোর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি।

 
এআর

Link copied!