ঢাকা: বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ইমরুল হাসান।
অনেক দিন ধরেই হৃদযন্ত্রে অস্বস্তি অনুভব করছিলেন তিনি। শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে গতকাল এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে।
ইমরুল হাসান বসুন্ধরা গ্রুপের ডিএমডি। তার অফিস এভারকেয়ার হাসপাতালের বিপরীতে। গতকাল সন্ধ্যায় হাসপাতালে গিয়ে বাফুফে সভাপতির খোঁজ খবর নেন ইমরুল। সালাহউদ্দিনের স্ত্রী ইমা, একমাত্র কন্যা কাজী সারাজিন, একমাত্র পুত্র কাজী শাফিল রয়েছেন তার পাশে।
বাবার অসুস্থতার খবরে রোববার জার্মানি থেকে ছুটে এসেছেন কন্যা সারাজিন। বাফুফের আরেক সহসভাপতি আতাউর রহমান মানিক জানিয়েছেন আমি আমার এলাকায়, শুনেছি সালাহউদ্দিন ভাই অসুস্থ। আমরা খোঁজ নিচ্ছি।
এআর
আপনার মতামত লিখুন :