মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে দুই নারী ফুটবলারকে ঘর তৈরি করে দিয়েছেন চট্টগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাহবুব উর রহমান রুহেল। সেই সঙ্গে পাহাড়ি দুর্গম ত্রিপুরা পাড়ায় শীত বস্ত্র বিতরণ করেছেন তিনি।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনীখিল ত্রিপুরাপাড়ায় রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১০৫টি পরিবারের প্রায় ২৫০ নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, মিরসরাইয়ে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হয়েছে উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চবিদ্যালয় দল। এই ফুটবল দলের নয়জন মেয়ে থাকে দুর্গম সাইবেনীখিল ত্রিপুরাপাড়ায়। তাদের মধ্যে বিজলী ত্রিপুরা ও স্বর্ণালতা ত্রিপুরার থাকার ভালো ঘর ছিল না। নবনির্বাচিত এমপি মাহবুব উর রহমান রুহেল এই দুই প্রতিভাবান নারী ফুটবলারকে নতুন ঘর উপহার দেন।
নতুন ঘর পাওয়া বিজলী ত্রিপুরা এমপি রুহেল ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখন থেকে আমি আর আমার বোনকে প্রতিবেশীর ঘরে থাকতে হবে না। নিজের ঘরে থেকে পড়ালেখা করতে পারব। আমি আমাদের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
সাইবেনীখিল ত্রিপুরা পাড়ার সর্দার উষা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) রনি সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। আরো অতিথি ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুসহ অন্যরা।
ওয়াইএ
আপনার মতামত লিখুন :