শ্রীলঙ্কার ‘টাইমড আউট’ উদ্‌যাপন, কী বলছেন শান্ত

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ০৭:৫২ পিএম
শ্রীলঙ্কার ‘টাইমড আউট’ উদ্‌যাপন, কী বলছেন শান্ত

ঢাকা: কুসাল মেন্ডিসের দারুণ ইনিংস ও নুয়ান থুশারার বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

সিলেটে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা জেতে ২৮ রানে। তিন ম্যাচের সিরিজ লঙ্কানরা জিতে নেয় ২-১ ব্যবধানে।

বাংলাদেশকে ২-১ সিরিজ হারানোর পর উদ্‌যাপনের সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে সেই আলোচিত ঘটনা মনে করিয়ে দিয়েছেন। যেটাকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের কাছে একটু বেশিই মাতামাতি মনে হচ্ছে। 

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ২৮ রান হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। এরপরই এমন উদ্‌যাপন করেছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। শ্রীলঙ্কার এমন অঙ্গভঙ্গি ওয়ানডে ও টেস্ট সিরিজে কীভাবে সামলাবেন, এমন প্রশ্নে সাংবাদিকদের নাজমুল বলেছেন, ‘আক্রমণাত্মকভাবে সামলানোর কিছু নেই। ওরা এখনো টাইমড আউট থেকে বের হতে পারেনি। আমার মনে হয় বের হওয়া উচিত। বর্তমানে থাকা উচিত। আমার মনে হয় আমরা নিয়মের বাইরে কিছু করিনি। ওরা একটি বেশিই মাতামাতি করছে, করুক। আমরা এটা নিয়ে চিন্তিত না।’

ইনিংসের চতুর্থ ওভারে আজ আউট হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন তাওহিদ হৃদয়। তখন হৃদয়কে বেশ উত্তপ্তই মনে হয়েছে। 

শ্রীলঙ্কার ফিল্ডারদের জটলার দিকে তেড়ে গিয়েছিলেন হৃদয়। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আম্পায়ার তানভীর আহমেদ, ক্রিজে থাকা ব্যাটসম্যান সৌম্য সরকার, ড্রিংকস নিয়ে মাঠে ঢোকা তাইজুল ইসলাম। কেন হৃদয় খেপেছিলেন তা সম্পর্কে অবশ্য কিছুই জানা নেই বলে দাবি করেছেন নাজমুল।

এআর 

Link copied!