দ্বিতীয় টেস্টের দল ঘোষণা, ফিরলেন সাকিব বাদ মুশফিক

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০৩:৫৯ পিএম
দ্বিতীয় টেস্টের দল ঘোষণা, ফিরলেন সাকিব বাদ মুশফিক

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে ফিরেছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

সাকিব দলে ফেরায় বাদ পড়তে হয়েছে তাওহীদ হৃদয়কে। পেসার মুশফিক হাসানও অভিষেক না ঘটিয়ে ছিটকে গেছেন দলের বাইরে। 

তার স্কোয়াডে না থাকার কারণ এঙ্কেলের ইঞ্জুরি। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে হাসান মাহমুদ। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত খেললেও এখনও টেস্ট অভিষেক হয়নি হাসানের।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

এআর

Link copied!