ঢাকা: ফিল্ডিংয়ের সমস্যা নিয়ে গতকাল প্রথম দিন শেষের সংবাদ সম্মেলনে অনেক কথাই হয়েছে। তবে বাংলাদেশ দলের ফিল্ডিংয়ে কোনো উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে না।
ইনিংসের ১২১তম ওভারে খালেদের বলে প্রথম স্লিপে ক্যাচ তুলেছিলেন জয়সুরিয়া। বাতাসে ভাসতে ভাসতে আসা সেই সহজ ক্যাচ নিতে পারেননি অধিনায়ক নাজমুল। শুধু নাজমুল বললে ভুল হবে, আসলে স্লিপে দাঁড়ানো তিনজন মিলে মিস করেছেন ক্যাচটি।
নাজমুলের হাত থেকে ছুটে যাওয়া বল লাফিয়ে যায় শাহাদাত হোসেনের কাছে। তার হাত ছুঁয়ে বল যায় তৃতীয় স্লিপে দাঁড়ানো জাকির হাসানের কাছে, তিনিও ক্যাচটি নিতে পারেননি!
ক্যাচটি যখন ওঠে, জয়সুরিয়ার রান ছিল ৬, শ্রীলঙ্কা ৬ উইকেটে ৪১৯। নিজের পরের ওভারে আরও একটি উইকেটের সুযোগ তৈরি করলেন সৈয়দ খালেদ আহমেদ। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় হাতছাড়া হলো সেটি। ৬ রানে জীবন পেলেন প্রাবাথ জায়সুরিয়া।
লঙ্কানদের স্কোর এখন ৪৩৫। প্রাবাথের রান ১৮।
এআর
আপনার মতামত লিখুন :