মেসি না থাকলেও আর্জেন্টিনাই ফেভারিট: এনদ্রিক

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৯, ২০২৪, ০১:৩৩ পিএম
মেসি না থাকলেও আর্জেন্টিনাই ফেভারিট: এনদ্রিক

ঢাকা : ২০২০ সালে মেসির নেতৃত্বে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে হওয়া ফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারায় তারা। এর পর ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়ে জেতে বিশ্বকাপ। আসরে ৭ গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতেন মেসি।

এবারের কোপা আমেরিকা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। টুর্নামেন্টটির জন্য এখনও চূড়ান্ত দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে ৩৬ বছরের মেসি এবারও থাকবেন দলে। যদি নাও থাকেন তবুও আর্জেন্টিনাকেই ফেভারিট মানছেন ব্রাজিলের ১৭ বছর বয়সী সেনসেশন এনদ্রিক।

ব্রাজিলের কোপা আমেরিকার দলে আছেন তিনি। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আর্জেন্টিনা দলে সবসময়ই একাধিক তারকা থাকে এবং তাদের কেউই একা চ্যাম্পিয়ন হতে পারেনি। মেসি না থাকলেও যেকোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা সব সময়ই ফেভারিট। তাদের হারানো সবসময়ই কঠিন হবে।’ এনদ্রিকের মতে, কোনো ব্যক্তির জন্য নয়, দল হিসেবেই শক্তিশালী তাদের প্রতিবেশী আর্জেন্টিনা।

এমটিআই

Link copied!