টি-টোয়েন্টি বিশ্বকাপ

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা, পরিসংখ্যান কার পক্ষে?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২৪, ০৩:২৮ পিএম
হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা, পরিসংখ্যান কার পক্ষে?

ঢাকা: চলতি বিশ্বকাপের চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে বেশ হাড্ডাহাড্ডি। এ ম্যাচে গ্রুপ ‘ডি’ থেকে মাঠে নামছে শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ গ্রুপেই অবস্থান বাংলাদেশেরও। 

বিশ্বকাপের গ্রুপ অব ডেথও বলা হচ্ছে এটাকেই। এ ম্যাচে যারা জিতবে তারাই এগিয়ে থাকবে সুপার এইটে কোয়ালিফাই করার দৌড়ে।

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকাই। সেখানে খুব বেশি পার্থক্য নেই। প্রোটিয়াদের অবস্থান সাত আর লঙ্কানদের অবস্থান আট।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছে লঙ্কানরা। এ বছর তিনটি সিরিজে মাঠে নেমেছিল তারা। জিম্বাবুয়ে, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে তিন সিরিজই ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা। তবে বিশ্বকাপের আগে পচা শামুকে পা কেটেছিল লঙ্কানদের। ২০ রানে হেরেছিল নেদারল্যান্ডসের কাছে। তবে সেটাকে গুরুত্ব দিচ্ছে না লঙ্কানরা।

তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে সতর্ক শ্রীলঙ্কা। প্রোটিয়াদের বিপক্ষে জিততে হলে তিন বিভাগেই ভালো খেলতে চান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

লঙ্কানদের এবারের দলটা অভিজ্ঞ আর তারুণ্যে মিশেল। দলে আছেন সাবেক দুই অধিনায়ক অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দাসুন শানাকার।

সঙ্গে আছেন টেস্ট দলের অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাও। টপ অর্ডারে থাকছেন কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ও সাদিরা সামারাবিক্রমার মতো তারকারা। পেস আক্রমণে থাকছেন মাথিশা পাতিরানা, দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান থুশারা। হাসারাঙ্গার সঙ্গে স্পিনে রাখা হয়েছে তরুণ দুনিথ ওয়েলালাগেকে।

অন্যদিকে প্রোটিয়াদের সাম্প্রতিক পারফরম্যান্স আশাজাগানিয়া নয়। এ বছর মাত্র একটি সিরিজ খেলেছে প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয় সারির দল নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে হোয়াইটওয়াশ হয়েছে তারা।

তবে প্রোটিয়াদের আশার কথা হলো দারুণ ছন্দে আছে ব্যাটাররা। আইপিএলে রানের ফুলঝুরি ফুটিয়েছেন এইডেন মার্করাম, হেনরি ক্লাসেন, কুইন্টন ডি ককরা। ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবসদের নিয়ে গড়া তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ।

দলের স্পিন বিভাগ সামলাবেন কেশব মহারাজ, বিয়র্ন ফরচুইন ও তাবরাইজ শামসি। দলে একমাত্র অলরাউন্ডার হিসেবে আছেন মার্কো জেনসেন। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে আছেন কাগিসো রাবাদা, জেরাল্ডে কোয়েৎজি, পেসার অটনিল বার্টম্যান ও এনরিখ নরকিয়া।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৭ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে প্রোটিয়াদের জয় ১১টিতে এবং লঙ্কানদের জয় ৫টিতে। একটি ম্যাচ ড্র হয়। ড্র হওয়া ম্যাচে সুপার ওভারে জয় পায় প্রোটিয়ারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার। এখানেও জয়ের পাল্লা ভারী প্রোটিয়াদের। ৩টিতে জয় পায় দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার জয় একটিতে।

এআর

Link copied!