২৩ বছর বয়সে ২২ হ্যাটট্রিক হয়ে গেল হলান্ডের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৪, ১১:১৬ এএম
২৩ বছর বয়সে ২২ হ্যাটট্রিক হয়ে গেল হলান্ডের

ঢাকা : প্রতিপক্ষের গোলমুখে আর্লিং হলান্ডের ভয়ঙ্কর রূপ দেখা গেল আবারও। ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুম শেষে এবার তিনি হ্যাটট্রিকে আলো ছড়ালেন জাতীয় দলের হয়ে। তার অসাধারণ নৈপুণ্যে কসোভোকে অনায়াসে হারাল নরওয়ে।

নরওয়ের রাজধানী অসলোয় বুধবার রাতের প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

ম্যাচের ১৫তম মিনিটে হেডে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন হলান্ড। ৭০তম মিনিটে পাল্টা আক্রমণে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করার পাঁচ মিনিট পর কোনাকুনি শটে জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটি তারকা।

বয়স মাত্র ২৩, এর মধ্যে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২২টি হ্যাটট্রিক করে ফেললেন হলান্ড। দেশের হয়ে তার হ্যাটট্রিক হলো তিনটি। আর নিজের বর্তমান ক্লাব সিটির হয়ে দুই বছরের ক্যারিয়ারে তিনি হ্যাটট্রিক করেছেন ৯টি। তার বাকি ১০টি হ্যাটট্রিক মোল্ডা, সালসবুর্ক ও বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে।

জাতীয় দলের হয়ে ৩২ ম্যাচে ৩০ গোল হলো ‘গোল মেশিন’ হলান্ডের।

এমটিআই

Link copied!