মেসির দরকার আর ৫ গোল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০২৪, ১০:০৭ পিএম
মেসির দরকার আর ৫ গোল

ঢাকা : কোপা আমেরিকার ৪৮তম আসর শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত পহালে। ২০২৪ আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা। বাংলাদেশ সময় কাল সকাল ৬ টায় ম্যাচ। এবারের কোপা আমেরিকা টুর্নামেন্ট ১৬ দলের।

ফুটবল মানে গোলের খেলা। কোপা আমেরিকা ফুটবলের সবচেয়ে পুরনো মহাদেশীয় টুর্নামেন্ট। ১৯১৬ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা কে, তার গোল সংখ্যাই বা কত। বর্তমান সময়ে কোপা আমেরিকা দেখা ফুটবল ভক্তদের মনে জাগতে পারে এসব প্রশ্ন। মেসি কি আছেন কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতার তালিকায়।

কোপা আমেরিকাতে সর্বোচ্চ ১৭টি করে গোল আছে দুজনের। আর্জেন্টিনার নরবের্তো মেন্দেজ ও ব্রাজিলের জিজিনহোর।

ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার জিজিনহো কোপায় কখনো গোল্ডেন বুট (এক আসরে সর্বোচ্চ গোলের পুরস্কার) জেতেননি। তবে ৫ কোপা আসরে ১৭ গোল করেছেন তিনি। ব্রাজিলের হয়ে তিনি খেলেছেন ১৯৪২-১৯৫৭ পর্যন্ত।

তবে ১৭ গোল করা আর্জেন্টাইন ফুটবলার নরবের্তো মেন্দেজ ১৯৪৫ ও ১৯৪৬ এ কোপা আসরে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। আর্জেন্টাইন এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে ১৯৪৫-৫৬ পর্যন্ত খেলেছেন মাত্র ৩১ ম্যাচ। মজার বিষয় তার করা ১৯ গোলের ১৭টি কোপায়।

কোপা আমেরিকায় ১৬টি করে গোল করেছেন পেরুর তেওদোরো ফার্নান্দেজ এবং উরুগুয়ের সেভেরিনো ভারেলা। ফার্নান্দেজ জাতীয় দলে খেলেছেন ১৯৩৫-৪৭ পর্যন্ত। সেভেরিনো খেলেছেন ১৯৩৫-৪২ পর্যন্ত।

১৪টি করে গোল আছে চিলির এদুয়ার্দো ভারগেস ও পেরুর পাওলো গুরেরোর। ভারগেস এবারের চিলির এবারের কোপা আমরেকি স্কোয়াডে আছেন। পাওলো গুরেরোও আছেন পেরুর স্কোয়াডে। তাই এই দুই ফরোয়ার্ডের সামনে সুযোগ থাকছে টুর্নমেন্টে নিজেদের গোল সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার।

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এর আগে কোপা আমেরিকার ছয়টি আসরে খেলেছেন। কোপায় ৩৪ ম্যাচ খেলে করেছেন ১৩ গোল। মেসির সামনেও সুযোগ থাকছে দক্ষিণ আমেরিকার এই টুর্নামেন্টে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার। চারটি গোল করলেই যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন তিনি। ৫ গোল করলে ছাড়িয়ে যাবেন সবাইকে।

এমটিআই

Link copied!