সেমিতে যেতে আফগানদের যে ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ০১:৪৩ পিএম
সেমিতে যেতে আফগানদের যে ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে

ঢাকা : সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরে এক রকম সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবে এই গ্রুপের হিসেব বলছে এখনও সম্ভাবনা আছে বাংলাদেশের সেমিতে যাওয়ার। তবে সেটা করতে হলে মিলতে হবে অনেক যদি-কিন্তুর হিসেব।

কেননা, এই গ্রুপে একমাত্র ভারতই সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে তারা। অন্যদিকে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ২। বাংলাদেশ জয় না পেলেও তাদেরও ২ পয়েন্ট অর্জনের ম্যাচ বাকি আছে সামনে। তাই শেষ ম্যাচে বাংলাদেশ যদি আফগানদের হারিয়ে দেয়। অন্যদিকে ভারতের বিপক্ষে হেরে বসে অস্ট্রেলিয়া। তখন ভারত ছাড়া বাকি তিন দলেরই হবে ২ পয়েন্ট। তখন আসবে নেট রান রেটের হিসেব। আর সেখানটাতেই এখন ঝুলে আছে বাংলাদেশের সেমিতে খেলার স্বপ্ন।

তবে নেট রান রেটে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশই। তাই সেমিতে যেতে হলে অনেক জটিল সমীকরণই মিলতে হবে বাংলাদেশের। পক্ষে থাকতে হবে ভাগ্যটাও। সমীকরণ বলছে, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি মাত্র ১ রানে জেতে তাহলে সেমিতে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে অন্তত ৩৬ রানে জিততে হবে আফগানিস্তানকে। আর অস্ট্রেলিয়া যদি শেষ বলে জয় পায়। সেক্ষেত্রে আফগানিস্তানকে ১৫.৪ ওভারে ১৬০ রান করে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে।

আর বাংলাদেশকে সেমিতে খেলতে হলে, অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে। কেননা, অস্ট্রেলিয়ার বর্তমান নেট রান রেট +০.২২৩। আফগানিস্তান যদি ১ রানে বাংলাদেশের কাছে হারে তবে, অস্ট্রেলিয়াকে বাদ পড়ার জন্য অন্তত ৩১ রানে হারতে হবে। আর বাংলাদেশ যদি অন্তত ৩১ রানে জিততে পারে আফগানদের বিপক্ষে এবং অন্যদিকে ভারত যদি অস্ট্রেলিয়াকে ৫৫ রানে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে কপাল খুলবে বাংলাদেশের।

তবে বাংলাদেশ সেমিতে যাওয়ার সুযোগ পাবে কিনা সেটা নির্ভর করবে আজ রাতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে। যদি সেই ম্যাচে অজিরা হেরে যায়। তখন অংকটা আরও সহজ হবে বাংলাদেশের জন্য। আফগানদের বিপক্ষে সব রকম সমীকরণ মিলিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ। যেই ম্যাচটি হবে আগামীকাল সকাল সাড়ে ৬ টায়। বাংলাদেশের তাই চাওয়া থাকবে অজিদের বড় ব্যবধানে হারের।

এমটিআই

Link copied!