কোহলির ব্যাটে ভারতের রানের পাহাড়

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ১০:১৬ পিএম
কোহলির ব্যাটে ভারতের রানের পাহাড়

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেই জ্বলে উঠলেন বিরাট কোহলি। তার ব্যাটে ভর করেই রানের পাহাড় গড়েছে ভারত। এটি এখন সর্বোচ্চ স্কোর, আগের সর্বোচ্চ ছিল ২০২১ সালে অস্ট্রেলিয়ার ১৭৩। নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সে স্কোর এসেছিল রান তাড়ায়, যে ম্যাচটি জিতেছিল তারা।

আগের ২ ওভারে এসেছিল ৩৩ রান। তবে নর্কিয়ার করা শেষ ওভারে ৯ রানের বেশি আসেনি। দুবের পর জাদেজার উইকেটও পেয়েছে দক্ষিণ আফ্রিকা, জাদেজা আউট হয়েছেন শেষ বলে গিয়ে। ভারত তুলেছে ৭ উইকেটে ১৭৬ রান।

টসে জিতে ব্যাটিং নিয়ে ৩৪ রানে ৩ উইকেট হারিয়েছিল ভারত। এরপর কোহলির সঙ্গে অক্ষরের ৫৪ বলে ৭২ ও দুবের ৩৩ বলে ৫৭ রানের দুটি জুটি টানে তাদের। 

কোহলি ফিফটি পর্যন্ত বেশ সময় নেন। এরপর গতি বাড়ান। যদিও শেষ করে আসতে পারেননি। তবে ভারত পেয়েছে বেশ ভালো একটা সংগ্রহ। দক্ষিণ আফ্রিকা ব্যাটিং সহায়ক উইকেটে বোলিংটা একেবারে খারাপ করেনি। তবে মাঝেই মাঝেই এলোমেলো হয়ে পড়ছিল তাদের ব্যাটিং।
 
এআর

Link copied!