পানির নিচে বাফুফে ও ক্লাবপাড়া

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০৮:৩২ পিএম
পানির নিচে বাফুফে ও ক্লাবপাড়া

ঢাকা: বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বেশকিছু এলাকা। শুক্রবার (১২ জুলাই) ভোর থেকে টানা বর্ষণে তৈরি হয় জলাবদ্ধতা। দেশের অধিকাংশ ক্রীড়া স্থাপনা ও ফেডারেশন পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আর ক্লাবপাড়ায় অবস্থান মতিঝিল-আরামবাগ ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় তেমন পানি না জমলেও ক্লাবপাড়ায় এখনও পানিতে আবদ্ধ।

দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন বাফুফের অবস্থান মতিঝিল-আরামবাগে। টানা ভারী বর্ষণে বাফুফে ভবনের মাঠেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনালেও পানি এখনও নামেনি। বাফুফে ভবনের মাঠ ও টার্ফে পানি জমলেও অবশ্য প্রবেশ করেনি ফেডারেশনের ভেতরে। 

বাফুফের পাশেই অবস্থান দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারীর। সেই ওয়ারী ক্লাবও পানিতে নিমজ্জিত। ক্লাবটির সাধারণ সম্পাদক মহিদুর রহমান মিরাজ বলেন, ‘মাঝেমধ্যে টানা বৃষ্টিতে ক্লাব প্রাঙ্গনের লনে (বারান্দায়) পানি জমে। সাধারণ সম্পাদকের কক্ষসহ খেলোয়াড়দের কক্ষেও পানি এসেছে।’

ওয়ারী ক্লাব সম্প্রতি বাফুফে অনূর্ধ্ব-১৬ লিগের খেলা শেষ করেছে। ফুটবলাররা না থাকায় তেমন ভোগান্তিতে পড়তে হয়নি এই সময়ে। তবে দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভোগান্তি একটু বেশিই। মোহামেডান বাফুফের জুনিয়র লিগে খেলছে। আগামীকাল আবাহনীর বিপক্ষে ম্যাচও আছে তাদের। সেই ম্যাচের আগে টানা বৃষ্টিতে ক্লাবটির অ-১৮ ফুটবলারদের কক্ষে পানি প্রবেশ করেছে। 

বাফুফে ভবনের আরেক পাশে অবস্থান সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের। ভারী বর্ষণে সোনালী অতীত ক্লাবের ছোট্ট মাঠ যেন সাগরে রূপ নিয়েছে। সোনালী অতীত ক্লাবের সভাপতি-সেক্রেটারি ও অন্য কক্ষগুলো একটু নিচু জায়গায় অবস্থিত। প্রতিটি ঘরেই পানি জমে আছে।

মতিঝিলে টানা বৃষ্টিতে পানি জমে। ক্লাবপাড়াতেও মাঝেমধ্যে জলাবদ্ধতা তৈরি হয়। অবশ্য বৃষ্টি শেষ হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই পানি নেমে যায়। তবে এবারের মতো এমন সংকট ক্লাবপাড়ায় কেউ দেখেননি সাম্প্রতিককালে। 

এআর

Link copied!