ঢাকা: দীর্ঘ মাসখানেকের লড়াইয়ের পর শেষ হল ইউরো চ্যাম্পিয়নশীপ। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন।
এবারের ইউরোয় প্রথমবারের মতো ৬ জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন গোল করেছেন ছয়জন ফুটবলার।
স্পেনের দানি ওলমো ছাড়াও গোল্ডেন বুট পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি গাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে।
ফাইনালে ওলমো বা কেইন গোল করলে পুরস্কারটা একাই নিয়ে যেতে পারতেন। কিন্তু দুজনের কেউই গোল পাননি। এদিকে টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রদ্রি। তরুণ ইয়ামালকেও অবশ্য খালি হাতে ফিরতে হচ্ছে না। ইউরোর ট্রফির সঙ্গে তিনি জিতেছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও।
আর শিরোপা জিতে প্রাইজমানি হিসেবে ৩০.৪৩ মিলিয়ন ডলার পেয়েছে স্পেন। যা বাংলাদেশি মুদ্রায় ৩৫৭ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকা।
এআর
আপনার মতামত লিখুন :