ঢাকা: প্যারিস অলিম্পিকের পুলে ঝড় তুলছেন অনেকেই, সোনা জিতছেন, রেকর্ডও গড়ছেন, কিন্তু বিশ্ব রেকর্ড ভাঙতে পারছিলেন না কেউ।
অবশেষ পারলেন প্যান ঝ্যানলে। ১০০ মিটার ফ্রিস্টাইলে সেরার মুকুট পরার পথে নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছেন এই চীনা তরুণ।
প্যারিস লা ডিফঁসা অ্যারেনায় ৪৬ দশমিক ৪০ সেকেন্ড টাইমিং করে ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতেন ঝ্যানলে। ১৯ বয়সী এই সাঁতারু গত ফেব্রুয়ারিতে দোহার সুইমিংপুলে ৪৬ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
০ দশমিক ৪০ সেকেন্ড কম সময় নিয়ে ছয় মাসের মধ্যে নিজের রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন, যেন বিশ্বাসই হচ্ছে না ঝ্যানলের!
সেরা ফল পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমি। দিন শেষে খুবই বিস্মিত হয়েছি যে, আমি রেকর্ডটা ভেঙেছি এবং এটা জাদুকরি মুহূর্ত ছিল।
এই ইভেন্টে ঝ্যানলের প্রতিপক্ষ ছিলেন সাবেক বিশ্ব রেকর্ডধারী দাভিদ পোপোভিচি, অস্ট্রেলিয়ার কাইল ক্যালমার্স। ফ্রান্সের মাক্সিমে গ্রোসুঁতের পক্ষেও বাজি ধরেছিলেন স্বাগতিক সমর্থকরা। কিন্তু পেরে ওঠেননি কেউই।
ক্যালমার্স রুপা পেয়েছেন ৪৭ দশমিক ৪৮ সেকেন্ড সময় নিয়ে। পোপোভিচি ৪৭ দশমিক ৪৯ সেকেন্ড টাইমিং করে পেয়েছেন ব্রোঞ্জ।
এআর
আপনার মতামত লিখুন :