ঢাকা: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ১০ জেলার মানুষ ভয়াবহ বন্যার কবলে। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছেন তারা।
অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটে এসেছেন আশ্রয়কেন্দ্রে। দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।
আপদকালীন এ সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
উপদেষ্টা হিসেবে প্রথম মাসের বেতন ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিলে জমা দেবেন তিনি। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
ফেসবুকে ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবো। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।’
এর আগে গতকাল বন্যার্তদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, নুরুল হাসান সোহানসহ আরও বেশ কয়েকজন। সবাই নিজ নিজ জায়গা থেকে প্রত্যেককে এগিয়ে যাওয়ার অনুরোধ করেছেন।
এআর
আপনার মতামত লিখুন :